হুমায়ূন আহমেদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

|

নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। ২০১২ সালের এইদিনে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান বরেণ্য এই লেখক। এ উপলক্ষে নুহাশপল্লীতে কোরআন খানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া তার ভক্ত, সুহৃদ, শুভাকাঙ্ক্ষী ও স্বজনরা লেখককে স্মরণ করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়ায় জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। কর্ম
জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যারয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ছিলেন। পরে সাহিত্য কর্মে অধিক মনোযোগ দেয়ার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে দেন।

হুমায়ূন আহমেদ ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার ও চলচ্চিত্রকার হিসেবে পরিচিত। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় তিন শতাধিক।

তার অন্যতম সাহিত্যকর্ম হচ্ছে— নন্দিত নরকে, মেঘ বলেছে যাব যাব, আগুনের পরশমণি, জোছনা ও জননীর গল্প, মাতাল হাওয়া ইত্যাদি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply