‘রোহিঙ্গাদের আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন টার্গেট করতে পারে’

|

দ্রুত রোহিঙ্গা সমস্যার সমাধান করতে না পারলে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন তাদের টার্গেট করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে সমসাময়িক বিষয় নিয়ে মিট দ্য প্রেসে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।

মন্ত্রী বলেন, মিয়ানমার বারবার আশ্বাস দিয়েও রোহিঙ্গাদের ফিরিয়ে নিচ্ছে না। তবে তাদের সাথে যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান করতে হবে।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, দেশে সন্ত্রাস-জঙ্গীবাদ পুরোপুরি নির্মূল করা না গেলেও নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়েছে।

ডিআইজি মিজানের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে যাতে নির্ভুল তদন্ত হয়, তার ব্যবস্থা করা হচ্ছে। খুব শিগগিরই রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply