রাতে মাঠে নামছে ম্যানসিটি, ম্যানইউ, আর্সেনাল ও বার্সেলোনা

|

ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে ভিন্ন ভিন্ন ম্যাচে রাতে মাঠে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল। অন্যদিকে, স্প্যানিশ লিগে বিশ্বকাপ বিরতির পর নিজেদের প্রথম ম্যাচে রাতে মাঠে নামবে বার্সেলোনা। লা লিগায় পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করার মিশনে কাতালুনিয়ান ডার্বিতে এস্পানিওলের মুখোমুখি হবে জাভির শিষ্যরা।

মলিনাক্স স্টেডিয়ামে ওলভসের বিপক্ষে মাঠে নামবে রেড ডেভিলসরা। রোনালদো ইস্যু ছাপিয়ে বিশ্বকাপ বিরতির পর জয় দিয়ে নতুন করে শুরু করে ম্যানইউ। এরিক টেন হ্যাগের শিষ্যরা তাই জয়ের ধারা অব্যাহত রাখার মিশনে নামবে। রেড ডেভিলদের দলে নেই কোন ইনজুরি সমস্যা। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে ম্যাচটি।

রাতের অন্য ম্যাচে নিজেদের ঘরের মাঠ ইতিহাদে এভারটনের বিপক্ষে মাঠে নামবে পেপ গার্দিওলার ম্যানসিটি। আর্সেনালের সাথে পয়েন্ট ব্যবধান কমানোর মিশনে জয়ের বিকল্প নেই সিটিজেনদের কাছে। দলের প্রতিটি খেলোয়াড় রয়েছে দুর্দান্ত ফর্মে, বিশেষ করে গোল মেশিন খ্যাত আর্লিং হাল্যান্ড রয়েছেন ফর্মের তুঙ্গে। প্রিমিয়ার লিগে মাত্র ১৪ ম্যাচে ইতোমধ্যেই করেছেন ২০ গোল। আজকের ম্যাচেও হাল্যান্ডকে নিয়েই ছক কষবেন পেপ গার্দিওলা। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯ টায়।

আমেরিকান এক্সপ্রেস কমিউনিটি স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের শীর্ষস্থান ধরে রাখতে ব্রাইটনের বিপক্ষে মাঠে নামবে আর্সেনাল। চলতি মৌসুমে মিকেল আরতেতার অধীনে দুর্বার গতিতে ছুটছে গানাররা। মার্টিনেল্লি, সাকা, ওডিগার্ডের ত্রিফলা আক্রমণে ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে প্রতিপক্ষের রক্ষণভাগ। তাই ব্রাইটনের বিপক্ষে জয় ছাড়া কিছুই ভাবছে না গানাররা। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১ টায়।

লা-লিগায় বিশ্বকাপ বিরতির পর নিজেদের প্রথম ম্যাচে এস্পানিওলের বিপক্ষে রাতে মাঠে নামছে বার্সেলোনা। কাতালুনিয়ান ডার্বিতে বাড়তি উত্তেজনার পরশ মাখতে নিজেদের ঝালিয়ে নিচ্ছে জাভির শিষ্যরা। জিতলেই পয়েন্ট তালিকার শীর্ষে ওঠবে কাতালুনিয়ানরা। চোট কাটিয়ে শুরুর একাদশে ফিরছেন চলতি মৌসুমের স্প্যানিশ লিগের সেরা গোলদাতা রবার্ট লেভানদোভস্কি। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায়।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply