অপরাধ কমাতে সাড়ে ১৭ হাজার অবৈধ অস্ত্র ধ্বংস করলো চিলি সরকার

|

বুলডোজার দিয়ে অস্ত্র ধ্বংস করা হচ্ছে।

বুলডোজারের নীচে গুঁড়িয়ে দেয়া হলো মারাত্মক সব আগ্নেয়াস্ত্র। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) চিলি সরকারের উদ্যোগে ধ্বংস করা হয় বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র। মূলত, সন্ত্রাস-নাশকতা এবং অপরাধ কমাতেই এ উদ্যোগ নিয়েছে পেরু সরকার। এরমাধ্যমে- ‘লেস ওয়েপন, মোর সিকিউরিটি’ নীতিমালা কার্যকর করছে চিলি সরকার।

রাজধানী সান্তিয়াগোতে খোদ দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বরিক দেন গুরুত্বপূর্ণ এ নির্দেশনা। অবৈধ ধ্বংসের সময় তার সাথে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দেশটির স্বরাষ্ট্র, প্রতিরক্ষা এবং জনসুরক্ষা মন্ত্রী।

জানানো হয়, ১৭ হাজার ৫৯০টি অস্ত্র গুড়িয়ে দেয়া হয়েছে এদিন। কর্তৃপক্ষের দাবি- ২০২১ সালের তুলনায় সংখ্যাটি ২৮ গুণ বেশি।

এর আগে, পুলিশের উদ্যোগে কাগজপত্রহীন এসব অস্ত্র সংগ্রহ করা হয়। তাছাড়া, ব্যক্তিগত ব্যবহারের জন্য অস্ত্রও স্বেচ্ছায় জমা দেয়ার অনুরোধ জানায় প্রশাসন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply