জেদ্দার পথে বিমানের প্রথম হজ ফ্লাইট

|

৪১৯ হজযাত্রী নিয়ে বিমানের প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়েছে। সকালে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাজাহান কামাল হজ যাত্রীদের বিদায় জানান।

এ সময় তারা বলেন, সরকারের নেয়া নানামুখী পদক্ষেপের ফলে এবার কোন প্রকার ভোগান্তি ছাড়াই হজযাত্রী পরিবহন সম্পন্ন হবে। এর আগে রাজধানীর আশকোনা ক্যাম্পে হজ যাত্রীরা স্বাস্থ্য পরীক্ষা সার্টিফিকেট সংগ্রহসহ নানা আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

এই ফ্লাইটটিসহ আজ মোট তিনটি বিশেষ হজ ফ্লাইট ছেড়ে যাবে। এ ছাড়াও একটি নিয়মিত ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে জেদ্দা যাবেন হজযাত্রীরা। এবার হজে যাবেন ১ লাখ ২৬ হাজার ৭৯৮জন। এর মধ্যে ১ লাখ ২০ হাজার যাবেন বেসরকারি ব্যবস্থাপনায় আর বাকিরা যাবেন সরকারি ভাবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply