তিন বছর পর সেঞ্চুরি পেলেন কোহলি

|

ব্যাটিংয়ে ছন্দেই ছিলেন। কিন্তু ম্যাজিক্যাল ত্রি-ডিজিটের দেখা পাননি বহুদিন। সময়ের হিসেবে সেটা চল্লিশ মাস। অবশেষে শতকের দেখা পেলেন বিশ্বসেরা ব্যাটার বিরাট কোহলি। বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজে শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়াতে মাঠে নেমে এই সেঞ্চুরি তুলে নেন কোহলি।

চট্টগ্রামে টস হেরে ব্যাটিংয়ে নেমে রীতিমতো তুলোধুনো করেন বাংলাদেশি বোলারদের। মাত্র ৭২ বলে ছুঁয়ে ফেলেন শত রানের মাইলফলক। পরে সাকিবের এক ডেলিভারিতে ডাউন দ্য উইকেটে ছক্কা হাঁকাতে গিয়ে মিরাজের তালুবন্দি হয়ে ফেরেন। এই সেঞ্চুরির মধ্য দিয়ে তিনি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শতরানের মালিক হলেন। তার ওপরে রয়েছেন কেবল শচীন টেন্ডুলকার।

এর আগে, ১৩১ বলে ২১০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ভারতের আরেক ব্যাটার ঈশান কিষাণ। এছাড়া শেখর ধাওয়ান ৮ বলে ৩, শ্রেয়াস লেয়ার ৬ বলে ৩ ও কে এল রাহুল ১০ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়াশিংটন সুন্দর ও অক্ষর প্যাটেল ক্রিজে আছেন যথাক্রমে ১২ ও ৭ রানে। ভারতের দলীয় সংগ্রহ ৪৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৬৫ রান।

বাংলাদেশি বোলারদের মধ্যে এবাদত হোসেন পেয়েছেন ২ উইকেট। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন সাকিব, মিরাজ ও তাসকিন আহমেদ।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply