তারেক রহমানকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে: আইনমন্ত্রী

|

আইনমন্ত্রী আনিসুল হক। ফাইল ছবি।

সরকার তারেক রহমানকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তবে রাষ্ট্রগুলো কতটা সহায়তা করবে তা নিয়ে সন্দেহ আছে বলে জানান তিনি।

শনিবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে মানবাধিকার দিবস নিয়ে আলোচনা অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি। বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রকে আরও পর্যালোচনা করে মন্তব্য করা উচিৎ। যুক্তরাষ্ট্রের অভিযোগ পুরোপুরি সত্য নয় বলে মন্তব্য করেন তিনি।

আইনমন্ত্রী আরও বলেন, রাষ্ট্রদূতরা তাদের দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক বিবেচনায় আনছেন না এটা দুঃখজনক। রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার সবার আছে। কিন্তু রাস্তা বন্ধ করে সভা সমাবেশ করা মানবাধিকারের অংশ নয়। যারা মানবাধিকার নষ্ট করবে তাদেরই বিচারের আওতায় আনা হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের গ্রেফতারে সরকারের হস্তক্ষেপ নেই বলেও জানান আনিসুল হক।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply