ভারতের চেন্নাইয়ে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় মানদৌস

|

ভারতের চেন্নাইয়ে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় মানদৌস। শুক্রবার (৯ ডিসেম্বর) মধ্যরাতে তামিলনাড়ু উপকূলের ওপর দিয়ে প্রবাহিত হয় ঝড়টি। খবর এনডিটিভির।

এসময় ঝোড়ো হাওয়াসহ ভারী বৃষ্টিপাত শুরু হয় অঞ্চলটিতে। ঝড় উপকূলে আছড়ে পড়ার সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৭৫ কিলোমিটার। তীব্র বাতাসে ক্ষতিগ্রস্ত বহু ঘরবাড়ি। উপড়ে গেছে দুই শতাধিক গাছপালা। বেশ কিছু এলাকায় বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ।

এখনও পর্যন্ত ১১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বৃষ্টির জেরে বেশকিছু এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে বিঘ্ন হচ্ছে যাতায়াত ব্যবস্থা। একাধিক জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। বৈরী আবহাওয়ার জেরে কমপক্ষে ১৬টি ফ্লাইট বাতিল করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। জারি হয়েছে জরুরি অবস্থা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply