যুক্তরাষ্ট্রে পাইপলাইনের ছিদ্র থেকে বিপুল পরিমাণ তেল ছড়িয়ে পড়েছে খালে

|

যুক্তরাষ্ট্রের কানসাসে ক্ষতিগ্রস্ত একটি পাইপলাইনের ছিদ্র থেকে বিপুল পরিমাণ তেল ছড়িয়ে পড়েছে খালে। ব্যাপক দূষণের শঙ্কা জানিয়েছেন পরিবেশবিদরা। খবর এপির।

নেব্রাসকা থেকে ২০ মাইল দক্ষিণে খালটির অবস্থান। এখনও তেল ছড়িয়ে পড়ার প্রভাব পড়েনি বিশুদ্ধ পানির কুয়ায়। তবে দূষিত হয়ে পড়েছে খালের উপরের অংশের পানি। পুরোপুরি সংস্কার না হওয়া পর্যন্ত পাইপলাইন বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

কর্তৃপক্ষ জানায়, বুধবার (৭ ডিসেম্বর) স্থানীয় সময় রাতে প্রথম টের পাওয়া যায় তেল ছড়িয়ে পড়ার বিষয়টি। শুক্রবার ১৪ হাজার ব্যারেল অপরিশোধিত তেল উত্তোলনের পর বন্ধ করে দেয়া হয় পাইপলাইনটি। পানি থেকে তেল অপসারণে বেশ কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ২০১০ সালে চালু হয় কানাডার সাথে সংযুক্ত পাইপলাইনটি। এই লাইনের মাধ্যমে দৈনিক ৬ লাখ ২২ হাজার ব্যারেল তেল সরবরাহ করা হয়।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply