সেমিফাইনালে ওঠার লড়াইয়ে রাতে মুখোমুখি হচ্ছে পর্তুগাল-মরক্কো

|

তৃতীয় দল হিসেবে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আজ মুখোমুখি হবে পর্তুগাল ও মরক্কো। দোহার আল থুমামা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় ম্যাচটি শুরু হবে।

মরক্কোর কাছে স্বপ্নের মতো কাটছে কাতার বিশ্বকাপ। প্রথমবারের মতো বিশ্ব সেরার মঞ্চে কোয়ার্টার ফাইনাল খেলছে আফ্রিকার দলটি। শেষ ষোলোয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে মরক্কো। বিশ্বকাপের শেষ আটে ওঠা প্রথম আরব দেশ তারা।

বৈশ্বিক আসরে কখনও ফাইনাল খেলতে না পারা পর্তুগালও আছে দারুণ ছন্দে। চলতি আসরে প্রথম হ্যাটট্রিক করা পর্তুগালের ফরোয়ার্ড গনসালো রামোসও আছেন দারুণ ফর্মে। গত ম্যাচে সি আর সেভেনকে ছাড়াই সুইজারল্যান্ডকে উড়িয়ে দিয়েছিল ফার্নান্দো সান্তোসের দল। অবশ্য একটি গোল করলেই রোনালদো ছুঁয়ে ফেলবেন বিশ্ব মঞ্চে পর্তুগালের হয়ে সবচেয়ে বেশি গোল করা ইউসেবিওকে। আট গোল করে দ্বিতীয় অবস্থানে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

এখন পর্যন্ত মুখোমুখি লড়াইয়ে সমানে-সমান অবস্থানে আছে পর্তুগাল ও মরক্কো।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply