রাশিয়ার ১৯ বিলিয়ন ইউরোর সম্পদ জব্দ করলো ইইউ

|

ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার ১৯ বিলিয়ন ইউরোর সম্পদ জব্দ করলো ইউরোপীয় ইউনিয়নভুক্ত বেশ কয়েকটি দেশ। শুক্রবার (৯ ডিসেম্বর) বার্তাসংস্থা এএফপির দেখা পরিসংখ্যানে এমনটাই দেখা গেছে।

পরিসংখ্যান বলছে, বেলজিয়াম সাড়ে তিন, লুক্সেমবার্গ আড়াই, ইতালি দুই দশমিক তিন এবং জার্মানি দুই দশমিক বিলিয়ন ইউরোর সম্পদ জব্দ করেছে। ২৫ নভেম্বরের ঘোষিত তথ্য অনুসারে, আয়ারল্যান্ড, অস্ট্রিয়া, ফ্রান্স এবং স্পেন, রাশিয়ার ১ বিলিয়ন করে সম্পদ জব্দ করেছে।

গেলো ফেব্রুয়ারিতে মস্কো ইউক্রেনে আগ্রাসন শুরু করার পর থেকে ইউরোপীয় ইউনিয়ন রুশ অর্থনীতির বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করে। যদিও কিছু ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ আরও ব্যাপক পরিসরে নিষেধাজ্ঞা দেয়ার কথা ভাবছে বলে জানিয়েছে।

ইউক্রেন যুদ্ধে ভূমিকা রাখার অভিযোগে এখন পর্যন্ত প্রায় ১ হাজার ২’শ জনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউউ। এছাড়াও জব্দকৃত সম্পদ ইউক্রেন পুনর্গঠনের পেছনে ব্যয় করার কথাও ভাবছে তারা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply