‘ফ্রান্সের কাছে হারার চেয়ে ব্রাজিলের কাছে হারা সম্মানজনক’

|

রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরে প্রথমবারের মতো ফাইনালে ওঠারে সুযোগ হাত ছাড়া হয়েছে বেলজিয়ামের। কিন্তু এই হারকে মেনে নিতে পারছেন না বেলজিয়ামের গোলকিপার থিবু কোর্তয়া। তিনি হারের জন্য ফ্রান্সের অখেলোয়াড়সুলভ আচারণকে দায়ি করেন। তিনি বলেন, আমরা কোনো ভালো দলের কাছে হারিনি। আমরা একের পর এক আক্রমণ করেছি। আর তারা শুধু ডিফেন্সই করে গেছে। তাদের বিরুদ্ধে জিততে না পারাটা আমাদের জন্য হতাশার। কোর্তয়া আরও বলেন, এই ফ্রান্সের কাছ হারার চেয়ে কোর্য়াটার ফাইনালে ব্রাজিলের কাছে হারা সম্মানজনক ছিলো।

গত ১০ জুলাই সেন্ট পিটার্সবার্গে ফ্রান্সের বিপক্ষে লড়েছে বেলজিয়াম। খেলার প্রথমার্ধ গোলশূন্য থাকলেও পরে ৫১ মিনিটে স্যামুয়েল উমতিতির দারুন হেডে এগিয়ে যায় ফ্রান্স। শেষ পর্যন্ত উমতিতির এই গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। এক গোলের পর ফ্রান্স রক্ষণাত্মক খেলা শুরু করে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply