ব্রাজিল-ক্রোয়েশিয়া মহারণ; ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে

|

ছবি: সংগৃহীত

প্রথমার্ধে গোলশূন্য ড্রয়ের পর দ্বিতীয়ার্ধেও ব্রাজিলকে আটকে দিলো ক্রোয়েশিয়া। ৯০ মিনিটের খেলায় ব্রাজিলের মুহুর্মুহু আক্রমণ মুখ থুবড়ে পড়েছে ক্রোয়াট রক্ষণের সামনে। মাঝমাঠে কোভাচিচ-মদ্রিচদের দৃঢতায় বেশ কয়েকটি আক্রমণও রচনা করে ক্রোয়েশিয়া কিন্তু আক্রমণ সৃষ্টিশীল স্ট্রাইকারের অভাব আবারও স্পষ্ট হয়ে উঠলে ব্রাজিলের বিপক্ষে মহামূল্যবান গোলের দেখা পায়নি ক্রোয়েশিয়া।

ম্যাচের শুরু থেকে গোলের জন্য মড়িয়া হয়ে ওঠে ব্রাজিল। ৫৬ মিনিটে রাফিনহাকে বসিয়ে অ্যান্টোনি আর ৬৪ মিনিটে ভিনিসিয়াসকে বসিয়ে রদ্রিগোকে মাঠে নামান তিতে। গোল পোস্টের কাছাকাছি গিয়েও জালের দেখা পাচ্ছিলো না সেলেসাওরা।

৬৬ মিনিটে ওয়ান টু ওয়ানে বক্সের ভিতর বল পেয়ে যান পাকেতা। কিন্তু তার শট আবারও প্রতিহত হয় ক্রোয়েট গোলরক্ষক লিভাকোভিচের গায়ে।

৭৬ মিনিটে বক্সে নেইমারকে হতাশ করেন লিভাকোভিচ। শেষ মুহূর্তে হাটু দিয়ে নেইমারকে গোল বঞ্চিত রাখেন এই ক্রোয়েট গোলরক্ষক।

৮১ মিনিটে দলগতভাবে আবারও দারুন সুযোগ পায় সেলেসাওরা। কিন্তু মূল দেয়ালটা ভাঙ্গতে বারবার ব্যর্থ হয় তিতের দল। পাকেতার দূর্বল শট আটকে যায় পোস্টের সামনের।

শেষ ১০ মিনিট গোলের জন্য একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায় নি ব্রাজিল। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply