শৈল্পিক চার্জে প্রথমার্ধে ব্রাজিলকে গোলশূন্য রাখলো ক্রোয়েশিয়া

|

ছবি: সংগৃহীত

সবশেষ ১০ ম্যাচে হারের মুখ দেখেনি ক্রোয়াটরা। বিপরীতে বিশ্বকাপের বর্তমান রানার্সআপদের বিপক্ষে সবশেষ ৩ ম্যাচেই জয় সেলেসাওদের। র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দলের বিপক্ষে ১২-তম স্থানে থাকা ক্রোয়েশিয়ার লড়াই হবে হাড্ডাহাড্ডি তা অনুমেয়ই ছিল। হলোও তাই। ম্যাচের শুরু থেকেই নেইমার-ভিনিসিয়াসদের কড়া মার্কিংয়ে রাখে সোসো, লভরেনরা। ফলে ডি বক্সে ঢুকলেও পোস্টে বল রাখতে বেশ বেগ পেতে হচ্ছিলো তিতে শিষ্যদের।

কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে শুরুতেই গোছানো ফুটবল খেলে ব্রাজিলকে চমকে দিয়ে দাপট দেখায় ক্রোয়াটরা। ব্রাজিলকে গুছিয়ে উঠতে দেওয়ার আগ ৩টি আক্রমণ শানায় ক্রোয়াটরা, তবে ইভান পারিসিচ বা ক্রামারিচরা পোস্টে শট রাখতে ব্যর্থ হন।

ম্যাচের ১৩ মিনিটেই জুরানোভিচ দুর্দান্ত গতির ঝড়ে ২ ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে পিছনে ফেলে বক্সের দিকে বল বাড়ান। সেই বল থেকে পা ছোঁয়াতে পারেনি পারিসিচ। সেলেসাওরা এ যাত্রায় কোনো বিপদ ছাড়াই বেঁচে যায়।

এরপরেও ব্রাজিলের রক্ষণে বেশ কয়েকবার আঘাত হানে মদ্রিচের দল। কিন্তু সেলেসাওদের বিশ্বসেরা রক্ষণব্যুহ ভেদ করে পোস্টে কোনো শট রাখতে ব্যর্থ হয় পেরেসিচরা। ম্যাচের ৪২ মিনিটে ডি বক্সের বাইরে ফাউলের শিকার হন ভিনিসিয়াস। নেইমারের নেয়া সেই ফ্রি-কিক দেয়ালে হাল্কা প্রতিহত হলেও, গোলরক্ষককে ফাঁকি দিতে পারেনি।

প্রথমার্ধের ৫১ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের পোস্টে ৩টি শট নেয় সেলেসাওরা। বিপরীতে ব্রাজিলের পোস্টে কোনো শটই নিতে পারেনি ক্রোয়েশিয়া।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply