ইরান, রাশিয়া ও মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা দিলো কানাডা

|

ইরান, রাশিয়া ও মিয়ানমারের বেশ কিছু ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো কানাডা। শুক্রবার (৯ ডিসেম্বর) এই তিন রাষ্ট্রের প্রায় ৬৭ জন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দেয় দেশটি। খবর এএফপির।

নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন, ইরানের বিচার বিভাগসহ পুলিশের ২২ জন ঊর্ধ্বতন কর্মকর্তারা। কারণ হিসেবে বলা হয়, ইরানের সাম্প্রতিক হিজাব বিরোধী আন্দোলনের সাথে যুক্ত ব্যক্তিদের ওপর দমন পীড়ন।

এছাড়া নিষেধাজ্ঞাপ্রাপ্ত তালিকায় আরও রয়েছেন রাশিয়ার ৩৩ জন বর্তমান এবং সাবেক কর্মকর্তারা। কারণ হিসেবে বলা হয়েছে, ইউক্রেনে ‘অবৈধ’ অভিযান পরিচালনার বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর চালানো নির্যাতন।

এদিকে মিয়ানমারের বেসামরিক ব্যক্তিদের ওপর নির্যাতন চালানোর অভিযোগে সেদেশের ১২ জন ব্যক্তির ওপর দেয়া হয়েছে নিষেধাজ্ঞা।

কানাডার পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আত্মসম্মান, স্বাধীনতা এবং ন্যায় বিচার দেশটির পররাষ্ট্রনীতির অন্যতম স্তম্ভ। পুরো বিশ্ব এই তিন রাষ্ট্রের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি লক্ষ করছে। নিষেধাজ্ঞা দিয়ে শুধু মনে করিয়ে দিতে চাই, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েই একমাত্র তাদের প্রতিহত করা সম্ভব।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply