পিতা-পুত্রকে হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন

|

কামাল হোসাইন,নেত্রকেণা
পূর্ব শত্রুতার জেরে নেত্রকোণার আটপাড়ায় পিতা পুত্রকে হত্যার দায়ে ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন নেত্রকোণা জেলা ও দায়রা জজ আদালত। একই মামলায় আরো ৭ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে জনাকীর্ণ আদালতে আসামিদের উপস্থিতিতে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, আটপাড়া উপজেলার রূপচন্দ্রপুর গ্রামের, রোকন মিয়া, সাবাস খা, জসিম উদ্দিন, সলতু খা, ও হারেস মিয়া।

নেত্রকেণা জেলা জজ আদালতের পিপি সাইফুল আলম প্রদীপ জানান, ২০১১ সালের ২৭ মার্চ সকালে রূপচন্দ্রপুর গ্রামের নিহত তাজুল ইসলাম ও তার পুত্র সমুন মিয়া বিল থেকে মাছ ধরা শেষে বাড়ি ফেরার পথে জমি সংক্রান্ত বিরোধে পূর্ব শত্রুতার জেরে আসামিরা তাদের পথ রোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

পরবর্তীতে খবর পেয়ে স্বজনরা গুরুত্বর আহত অবস্থায় প্রথমে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পরবর্তীতে ময়মনসিংহ ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাদের চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এ ঘটনায় একইদিন নিহত তাজুল ইসলামের ছেলে সোহাগ মিয়া বাদী হয়ে আটপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ১৩ জনকে আসামি করে ২০১২ সালের ১৫ সেপ্টম্বর আদলতে চার্জশিট দাখিল করেন। আদালত ১২ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ রায় প্রদান করেন।

এদিকে রায়ে রাষ্ট্রপক্ষের কৌশলী পিপি সাইফুল আলম সন্তুষ্ট হলেও বাদীপক্ষ সন্তুষ্ট হননি বলে জানান মামলার বাদী সোহাগ মিয়া।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply