সর্ষের ভূত না তাড়ালে দুদকের প্রতি আস্থা থাকবে না: রাষ্ট্রপতি

|

ছবি: রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ

সর্ষের মধ্যে ভুত থাকলে দুদকের প্রতি আস্থা হারাবে জনগণ। তাই সবার আগে সর্ষের ভুত তাড়াতে হবে। এমন মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।

শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনায় একথা বলেন রাষ্ট্রপতি। অনুষ্ঠানে ভিডিও বার্তায় রাষ্ট্রপতি বলেন, দুর্নীতি দূর করতে দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে ক্ষমতা প্রয়োগের নির্দেশ দেন। তবে, ক্ষমতার অপপ্রয়োগ যাতে না হয়, সেদিকে খেয়াল রাখতে বলেন।

একই অনুষ্ঠানে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, দুর্নীতিবাজদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ চলবে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply