জর্জিয়ায় প্রভাবশালী আইএস নেতা গ্রেফতার

|

জর্জিয়ায় এক প্রভাবশালী আইএস নেতাকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) তিবিলিসি এয়ারপোর্ট থেকে গ্রেফতার হন তিনি। খবর এপির।

দেশটির কাউন্টার টেরোরিজম কর্তৃপক্ষ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে অভিযান চালান তারা। জর্জিয়ার নাগরিক, ওই আইএস নেতার নাম তিসিসকারা তোখোসাশভিলি। কিন্তু সংগঠনে তিনি আমির ইসা হিসেবে পরিচিত। ২০১৫ সালে আইএস সংগঠনে যোগ দিতে দেশ ছাড়েন তিনি। পরবর্তীতে সিরিয়া এবং ইরাকে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশ নিয়ে হয়ে ওঠেন প্রভাবশালী নাম। একটি ইউনিট পরিচালনার দায়িত্বে রয়েছেন বলেও দাবি কর্মকর্তাদের।

জর্জিয়ার গণমাধ্যম বলছে, সন্ত্রাসবাদের অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ১৭ বছরের সাজা হতে পারে তার।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply