ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের দাবিকে দৃঢ়ভাবে সমর্থন করে চীন: শি জিনপিং

|

ফিলিস্তিনিদের ন্যায্য জাতীয় অধিকার পুনরুদ্ধারের দাবিকে দৃঢ়ভাবে সমর্থন করে চীন। বুধবার প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে বৈঠকে এ মন্তব্য করেন প্রেসিডেন্ট শি জিনপিং। খবর বার্তা সংস্থা এপির।

সৌদি আরবের রাজধানী রিয়াদে ছিল তাদের দ্বিপাক্ষিক বৈঠক। এ সময় ফিলিস্তিনের সাথে দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক বিশ্বাসযোগ্যতা এবং সমর্থনের কথা তুলে ধরেন জিনপিং। বলেন- আঞ্চলিক বা আন্তর্জাতিক পরিস্থিতিতে পরিবর্তন এলেও ফিলিস্তিনের পাশে থাকবে চীন।

এদিকে, জনগণকে অটুট সমর্থন দেয়ায় বেইজিংয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট। জানান- এক চীন নীতিমালাকে সমর্থন করে ফিলিস্তিন। নিঃসন্দেহে আন্তর্জাতিক ইস্যুতে চীনের পাশে দাঁড়াবে বলেও জানান মাহমুদ আব্বাস।

শি জিনপিং বলেন, অর্ধ-শতাব্দী ধরে চীন ও ফিলিস্তিনের দৃঢ় বন্ধুত্ব। আমরা পরস্পরকে বিশ্বাস ও সমর্থন করি। বিশ্ব শান্তি সমুন্নত রাখতে বদ্ধ পরিকর কম্যুনিস্ট পার্টি। তাছাড়া, পারস্পরিক স্বার্থ রক্ষা এবং উন্নয়নেও কাজ করছি। আঞ্চলিক বা আন্তর্জাতিক পরিস্থিতি যতোই পরিবর্তিত হোক না কেনো, ফিলিস্তিনের প্রতি চীনের অকুণ্ঠ সমর্থন থাকবে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply