বিবিসি’র প্রভাবশালী ১০০ নারীর তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াসহ ৩ ভারতীয়

|

বিবিসির ১০০ জন প্রভাবশালী নারীর তালিকায় জায়গা করে নিয়েছেন ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ও গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া।

২০২২ সালে বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখা এবং নিজ নিজ কর্মক্ষেত্রের মাধ্যমে আলোচনায় থাকায় নারীরা জায়গা পেয়েছেন এ তালিকায়। সমাজকর্মী, সাংবাদিক, অভিনেত্রী, ক্রীড়াবিদ থেকে শুরু আরও অন্যান্য একাধিক পেশার নারীরা জায়গা করে নিয়েছেন এ তালিকায়।

২০০২ সালে বলিউডে ডেবিউ করেন প্রিয়াংকা। এখন পর্যন্ত ৬০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। প্রোডাকশন হাউস, হেয়ারকেয়ার ব্র্যান্ড, হোটেলসহ একাধিক ব্যবসা রয়েছে তার। শিশু অধিকার ও নারী শিক্ষার জন্য কাজ করেন। তালিকায় একমাত্র ভারতীয় অভিনেত্রী হিসেবে নাম রয়েছে প্রিয়াঙ্কার। রয়েছেন অন্য তিন ভারতীয় অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার সিরিশা বন্দলা, বুকারজয়ী লেখক গীতাঞ্জলি শ্রী এবং সমাজকর্মী স্নেহা জাওয়ালে। এর আগে টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী নারীর তালিকাতেও ছিলেন প্রিয়াঙ্কা। 

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply