নয়াপল্টনের সংঘর্ষ: ২ দিনের রিমান্ডে ১৪ জন, রিজভীসহ বাকিরা কারাগারে

|

ছবি: সংগৃহীত।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় ১৪ জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ঘটনায় পল্টন ও মতিঝিল থানায় দায়েরকৃত মামলায় মোট ১৪ জনের ২দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) এ রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন। এ ১৪ জন বাদে গ্রেফতারকৃত বাকি ৪৩৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। কারাগারে পাঠানো হয়েছে বিএনপির যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভীকেও। তবে বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান এবং আইনজীবী হিমেলের জামিন মঞ্জুর করা হয়েছে।

এর আগে নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় ৪৫০ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে ১৫ জনের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। তবে তাদের মধ্যে ১৪ জনের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply