কাতারে উন্মোচিত বিশ্বের সবচেয়ে বড় পেইন্টিং

|

ছবি: সংগৃহীত।

কাতারে উন্মোচিত হলো ক্যানভাসে আঁকা বিশ্বের সবচেয়ে বড় পেইন্টিং। ৯ হাজার ৬৫২ বর্গ মিটার আয়তনের এই শিল্পকর্মটি তৈরি করেছেন শিল্পী ইমাদ সালেহি। ফুটবল মাঠের সমান ক্যানভাসে ছবি এঁকে এরইমধ্যে গিনেস বুক রেকর্ডে জায়গা করে নিয়েছেন এই শিল্পী। খবর গাল্ফ টাইমসের।

এ নিয়ে সালেহি জানান, পেইন্টিংটি সম্পূর্ণ করতে তার পাঁচ মাসের বেশি সময় লেগেছে। এতে ব্যবহৃত হয়েছে প্রায় ৩ হাজার লিটার রং এবং ১৫০টি ব্রাশ। দিনে প্রায় ১৮ ঘণ্টা সময় ব্যয় করেছেন এই পেইন্টিং তৈরিতে।

এর আগে ক্যানভাসে সবচেয়ে বড় শিল্পকর্মের আগের রেকর্ডটি ছিল ১ হাজার ৫৯৫.৭৬ বর্গ মিটারের। ২০২০ সালে সাশা জাফরি এঁকেছিলেন সেই ছবি। তবে সেই রেকর্ডটি ভেঙে ৯ হাজার ৬৫২ বর্গ মিটারের ছবি এঁকেছেন ইমাদ সালেহি। ফলে বিশ্বের সবচেয়ে বড় পেইন্টিং এর রেকর্ড এখন তার দখলেই।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply