শীর্ষ ধনকুবেরের তকমা হারালেন ইলন মাস্ক, তবে নতুন কে?

|

বিশ্বের শীর্ষ ধনকুবেরের তকমা হারালেন ইলন মাস্ক। বুধবার (৭ নভেম্বর) নতুন তালিকায় এ তথ্য প্রকাশ করে ফোবর্স ম্যাগাজিন।

ফোবর্স জানায়, সম্প্রতি পুঁজিবাজারে দর হারিয়েছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান- টেসলার শেয়ার। তাছাড়া ৪৪ বিলিয়ন ডলার দিয়ে টুইটার কেনার পর থেকেই বিতর্কে জড়িয়েছেন ইলন মাস্ক। যার প্রভাব পড়েছে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর ওপরও।

২০২১ সালের সেপ্টেম্বর থেকে বিশ্বের শীর্ষ ধনী ছিলেন মার্কিন এই শিল্পপতি। তার মোট সম্পদের পরিমাণ ১৮৫ বিলিয়ন ডলারের বেশি। চলতি বছর ফোবর্সের তালিকায় শীর্ষস্থান দখল করেছে জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড লুই ভুঁতো’র সিইও বার্নড আরনলের পরিবার। যেটির প্যারেন্ট কোম্পানি LVMH। তাদের রয়েছে ৭০টি ফ্যাশন ও কসমেটিকস ব্র্যান্ড। তাছাড়া ৪৬টি হোটেল, ট্রেন ও প্রমোদতরী। তবে ফরাসি শিল্পপতির ব্যক্তিগত সম্পদের পরিমাণ ১৮৫ বিলিয়ন ডলার।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply