কারাবরণ নিশ্চিত জেনেও দেশে ফিরবো: নওয়াজ

|

কারাবরণ নিশ্চিত জেনেও, জনগণের অধিকার রক্ষায় পাকিস্তান ফিরবেন। বুধবার, লন্ডনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।

তিনি বলেন, দুর্নীতির প্রমাণ না পাওয়া গেলেও তিন প্রজন্ম ধরে নওয়াজ পরিবার জবাবদিহি করে আসছে।
বলেন, “পাকিস্তানের জনগণের খাতিরেই দেশে ফিরছি আমি। যারা এতোদিন বলে বেড়িয়েছেন, আমি পাকিস্তান থেকে পালিয়ে, ব্রিটেনে আশ্রয় নিয়েছি। তাদের উদ্দেশে বলবো- সাক্ষাৎ কারাবরণের জন্যেই আমার এই দেশে ফেরা। পাকিস্তান আজ বড় বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে। দেশ ও জনগণকে রক্ষার জন্যেই আমি ফিরে যাবো। আর, ভোটের মাধ্যমে প্রমাণ করবো- আমি ভুল নই। ইমরান খানের দল- পিটিআই বাড়তি সুবিধা পাচ্ছে এমন ইঙ্গিত দিয়ে নওয়াজ অভিযোগ করেন, বিচার বিভাগ পক্ষপাতদুষ্ট।

অ্যাভেনফিল্ড মামলায় মেয়ে মরিয়মের বিরুদ্ধে কারাদণ্ড শোনানোর তীব্র নিন্দা জানান নওয়াজ। গেলো শুক্রবার, লন্ডনে অবৈধভাবে ৪টি ফ্ল্যাটের মালিকানা হাসিলের দুর্নীতি মামলায় নওয়াজ শরিফকে ১০ বছর, মরিয়মকে ৭ বছর এবং জামাতা সফদার আওয়ানকে এক বছরের কারাদণ্ড দেন আদালত। এরইমাঝে, সফদারকে গ্রেফতার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা, বিমানবন্দর থেকে গ্রেফতার হবে নওয়াজ ও মরিয়মও।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply