চলতি অর্থবছরে নতুন গাড়ি কিনতে পারবে না কোনো ব্যাংক: বাংলাদেশ ব্যাংক

|

ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের ব্যবহারের জন্য চলতি অর্থবছরে নতুন কোনো গাড়ি কেনা যাবে না। চেয়ারম্যান ও এমডির জন্য কেনা গাড়ি কমপক্ষে আট বছর ব্যবহার করতে হবে। এ নির্দেশনা ব্যাংকের জন্য কেনা গাড়ির ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

এ বিষয়ে গতকাল বুধবার (৮ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংক সার্কুলার জারি করেছে। ব্যাংক পরিচালনায় ব্যয় কমানো, সাজসজ্জা পরিহার ও অন্যান্য উচ্চ ব্যয়ের ক্ষেত্রে লাগাম টানতে এ নির্দেশনা দেয়া হয়েছে। আগে ব্যাংকগুলো একটি নতুন গাড়ি কমপক্ষে ৫ বছর ব্যবহারের পর নতুন গাড়ি কিনতে পারতেন। এখন সেটি করা যাবে না। একটি গাড়ি কেনার পর তা কমপক্ষে ৮ বছর ব্যবহার করতে হবে। বৈশ্বিক মন্দায় সরকারের কৃচ্ছতা সাধনের নীতির আওতায় ব্যাংকগুলোর জন্যও এসব নির্দেশনা দেয়া হয়েছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply