পারিশ্রমিক থেকে বঞ্চিত বলিউডের নায়িকারা, মুখ খুললেন প্রিয়াঙ্কা

|

প্রিয়াঙ্কা চোপড়াকে এখন আর বলিউডে দেখা যায় না। কারণ ভারতের গণ্ডি পেরিয়ে এখন আন্তর্জাতিক তারকা তিনি। শুধু তাই নয়, বিবিসি-র ১০০ জন প্রভাবশালী নারীর তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। একটা লম্বা সময় বলিউডে কাজ করার পর এবার পারিশ্রমিক নিয়ে মুখ খুললেন এই নায়িকা।

পারিশ্রমিক বৈষম্য নিয়ে কথা বলতে গিয়ে প্রিয়াঙ্কা বলেন, বলিউডে নায়িকারা নায়কদের তুলনায় অনেক কম পারিশ্রমিক পান। নিজের পুরনো স্মৃতি প্রসঙ্গে তিনি বলেন, আমি আমার পুরুষ সহ-অভিনেতাদের তুলনায় মোটে ১০ শতাংশ পারিশ্রমিক পেতাম। আমার মনে হয়, এখনও এই বৈষম্য প্রকট।

শুধু প্রিয়াঙ্কা নয়, বিভিন্ন সময়ে কঙ্গনা, করিনারাও সমান পারিশ্রমিকের দাবিতে সরব হয়েছেন। তবে তাতে পরিস্থিতি বলদায়নি। বরং নায়কের সমান পারিশ্রমিক দাবি করায় বাদ পড়তে হয়েছে বহু নায়িকাদের।

শুধু তাই নয়, শ্যুটিং সেটে অনেক সুযোগ সুবিধা শুধুমাত্র নায়কদের জন্য বরাদ্দ থাকতো জানিয়ে তিনি বলেন, এমনও হতো সেজেগুজে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতাম। নায়ক তার সুবিধামতো সময়ে আসতো। তবেই শ্যুটিং শুরু হতো। কাজ করতে করতে এক সময় এই রেওয়াজকেই স্বাভাবিক বলে মনে করেছিলাম।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply