তীব্র স্রোতে শিমুলিয়া-কাঠালবাড়ি রুটে নৌযান চলাচল ব্যাহত

|

মাদারীপুর প্রতিনিধি:

পদ্মা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটের লৌহজং টার্নিং এ তীব্র স্রোতের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে স্রোতের সঙ্গে উজানে নদী ভাঙ্গনের পলি পড়ে নৌরুটে তৈরি হয়েছে নাব্যতা সংকট। এতে ওই রুটের নৌযান চলাচল ব্যাহত হচ্ছে।

এদিকে পরিস্থিতি সামাল দিতে বুধবার বিকালে বিকল্প ওয়ান ওয়ে চ্যানেল চালু করা হয়েছে। এরপর থেকে ফেরিসহ নৌযান চলাচল করছে ওয়ান ওয়ে পদ্ধতিতে। এতে নৌপথের দূরত্ব ৬ কিলোমিটার বেড়ে পারাপারে দীর্ঘ সময় লাগছে।

ঘটনার সত্যতা স্বীকার করে বিআইডব্লিউটিসির মেরিন কর্মকর্তা আহমেদ আলী বলেন, নদীতে তীব্রস্রোত। বিশেষ করে লৌহজং টার্নিং এ ঘূর্নিস্রোত সৃষ্টি হওয়ায় এটি ক্রস করতে ফেরিগুলোকে হিমশিম খেতে হতো। তাই বিকল্প চ্যানেল চালু করা হয়েছে।

বিআইডব্লিউটিসি কাঠালবাড়ি ফেরিঘাটের সহকারী ম্যানেজার মোঃ রুহুল আমিন বলেন, ফেরিগুলো নতুন চ্যানেল ব্যবহার করে এক ট্রীপ দিয়েছে। যেহেতু দূরত্ব বেড়েছে তাই তীব্রস্রোতের প্রতিকূলে পার হতে বাড়তি সময় লাগা স্বাভাবিক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply