খনিজ সম্পদ আহরণ ও উত্তোলনে প্রতিষ্ঠানগুলোকে আরও উদ্যোগী হতে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর আহ্বান

|

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ফাইল ছবি।

ভূ-বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত ব্যবহার করে নগরায়ন পরিকল্পনা করার ওপর জোর দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। পাশাপাশি ভূগর্ভস্থ বিভিন্ন খনিজ সম্পদ আহরণ ও উত্তোলনে প্রতিষ্ঠানগুলোকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (৭ ডিসেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে জলবায়ূ পরিবর্তন সহিষ্ণু নগর পরিকল্পনা নিয়ে দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ জোর দেন। অভ্যন্তরীণ সম্পদের সর্বোচ্চ ব্যবহারের ওপরও জোর দেন।

জার্মান সরকারের সহায়তায় এ নিয়ে একটি প্রকল্প বাস্তবায়ন করছে ভূতাত্বিক জরিপ অধিদফতর (জিএসবি)। জ্বালানি বিভাগের সিনিয়র সচিব মাহবুব হোসেনের সভাপতিত্বে এ সময় আরও বক্তৃতা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইব্রাহিম, জার্মানির রাষ্ট্রদূত অচিম ট্রোষ্টারসহ অন্যান্যরা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply