গোল্ডেন বুটের দৌড়ে কে এগিয়ে

|

ছবি: সংগৃহীত

শেষ হয়েছে কাতার বিশ্বকাপের ষোলো দলের খেলা। উঠে এসেছে সেরা আট দল। অঘটন, নাটকীয়তা আর রোমাঞ্চ ছড়িয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে নেদারল্যান্ডস, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ব্রাজিল, মরক্কো ও পর্তুগাল।

আগামী ৯ ডিসেম্বর শুরু হবে কোয়ার্টার ফাইনাল। এরই সাথে গোল্ডেন বুটের জন্য লড়াইটা জমে উঠেছে।

দ্বিতীয় পর্ব শেষে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে আছেন ফ্রান্স ফরোয়ার্ড এমবাপ্পে। তার ঝুলিতে জমা হয়েছে ৫ গোল।

পরেই ৩ গোল করে সেই দৌড়ে নাম লিখিয়েছেন লিওনেল মেসি (আর্জেন্টিনা), রিচার্লিসন (ব্রাজিল), রাশফোর্ড (ইংল্যান্ড), সাকা (ইংল্যান্ড), গঞ্জালো রামোস (পর্তুগাল), অলিভিয়ার জিরু (ফ্রান্স), কডি গ্যাকপো (নেদারল্যান্ডস)।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply