‘ছাত্রলীগের সম্মেলনের জন্য সড়ক বন্ধ করলেও নয়াপল্টনে সমাবেশের অনুমতি দিচ্ছে না পুলিশ’

|

মির্জা আব্বাস। ফাইল ছবি।

ছাত্রলীগের সম্মেলনের জন্য রাজধানীর বিভিন্ন সড়ক বন্ধ করতে পারলেও বিএনপির সমাবেশের জন্য নয়াপল্টনে অনুমতি দিতে পারছেন না পুলিশ কমিশনার। এটা লগি বৈঠার মানুষ হত্যার সমাবেশ নয়, এটা শান্তিপূর্ণ জনগণের অধিকার আদায়ের সমাবেশ; এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বুধবার (৭ডিসেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। বলেন, সরকার যদি গ্রহণযোগ্য প্রস্তাব না দেয় তাহলে রাজধানীর নয়াপল্টনেই সমাবেশ করবে বিএনপি। তাতে বাধা সৃষ্টি করলে যেকোনো পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে।

মির্জা আব্বাস আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে কর্মীদের হয়রানি করছে সরকার। পালিয়ে বেড়াচ্ছে বিএনপি নেতাকর্মীরা। পুলিশকে নিরপেক্ষ ভূমিকা রাখতে অনুরোধ করে বিএনপির এ জ্যেষ্ঠ নেতা উল্লেখ করেন, পুলিশ রাষ্ট্রের, আওয়ামী লীগের না। পুলিশ যেনো দলীয় না হয়।

সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, কোনও নাশকতা হলে তা সরকারই করবে। সরকারকে গোয়েন্দা সংস্থা ভুল বুঝাচ্ছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply