চামড়া খাতের জন্য বন্ডেড ওয়্যারহাউজ স্থাপনের কথা ভাবছে সরকার: বাণিজ্যমন্ত্রী

|

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ফাইল ছবি।

চামড়া শিল্প বিকাশে উদ্যোক্তাদের পাশে আছে সরকার। এই শিল্পের এসএমই ব্যবসায়ীরা যাতে রফতানি বাড়াতে পারে, সেজন্য কেন্দ্রীয়ভাবে একটি বন্ডেড ওয়্যারহাউজ স্থাপনের কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে, ‘লেদারটেক বাংলাদেশ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। বাংলাদেশে বিনিয়োগের জন্য এ সময় বিদেশি উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী।

টিপু মুনশি বলেন, বাংলাদেশ বিদেশি বিনিয়োগের জন্য চমৎকার স্থান। ২০৩০ সাল নাগাদ এই শিল্প থেকে ১০ বিলিয়ন ডলার আয়ের আশা করছে সরকার।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশনে তিন দিনের এই আয়োজনে অংশ নিয়েছে ভারতসহ ১০টি দেশের প্রায় ২০০ প্রতিষ্ঠান। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিনামূল্যে সবার জন্য প্রদর্শনীটি উন্মুক্ত থাকছে।

৩ বছর পর এবারের আয়োজনে মেশিনারি সরবরাহকারীরা অংশ নিয়েছেন। তুলে ধরা হচ্ছে, বাংলাদেশের ফুটওয়্যার ও চামড়াজাত পণ্য খাতের সম্ভাবনা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply