রামোসের স্বপ্নের গোলে এগিয়ে পর্তুগাল

|

গনসালো রামোস। ছবি: সংগৃহীত

কোয়ার্টার ফাইনালে যাওয়ার দারুণ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছিলেন দলের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে বেঞ্চে বসিয়ে। কাঁধে ছিল পর্তুগালের জার্সিতে জীবনে প্রথমবারের মতো শুরুর একাদশে মাঠে নেমে রোনালদোর বিশাল অস্তিত্বকে ভরাট করার পাহাড়সম দায়িত্ব। সেটা কী দারুণভাবেই না করলেন গনসালো রামোস! বাঁ পায়ের এক স্বপ্নের গোলে সুইজারল্যান্ডের বিরুদ্ধে নকআউট ম্যাচে পর্তুগালকে ১-০ গোলে এগিয়ে দিয়েছেন বেনফিকার এই স্ট্রাইকার।

বেঞ্চে ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

ম্যাচের ১৭ মিনিটে হোয়াও ফেলিক্সের কাছ থেকে ডি বক্সের বামপ্রান্তে যখন তিনি বল পেলেন, তখনও কোনো ঘটনারই আভাষ পাওয়া যাচ্ছিল না। পেছনে ছিলেন সুইস ডিফেন্ডার শার। এমন সময়েই বাম পায়ে বলটাকে এগিয়ে নিয়ে বক্সের সাথে দুরূহ কোণ থেকে যে আগুনে গোলাটি ছুঁড়লেন এই ২১ বছর বয়সী স্ট্রাইকার, ইয়ান সমারের ডান পাশ দিয়ে গতি এবং সূক্ষতম কোণের হিসাব জয় করে তা জড়িয়ে যায় সুইজারল্যান্ডের জালে।

পর্তুগাল একাদশ:

কস্তা (গোলরক্ষক), রাফায়েল গ্রেয়েরো, ডিয়াস, পেপে, দালত, ব্রুনো ফার্নান্দেস, ওটাভিয়ো, কারভালহো, বার্নান্দো সিলভা, ফেলিক্স, গনসালো রামোস।

সুইজারল্যান্ড একাদশ:

সমার (গোলরক্ষক), শার, ফার্নান্দেস, আকানজি, রড্রিগেজ, ফ্রুলার, জাকা, শাকিরি, শো, ভারগাস, এমবোলো।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply