‘যুক্তরাষ্ট্র কিছু সংখ্যক রোহিঙ্গা নিতে আগ্রহী’

|

কিছু সংখ্যক রোহিঙ্গাকে যুক্তরাষ্ট্র নিতে আগ্রহী আছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দফতরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিষয়ক সহকারী মন্ত্রী জুলিয়েটা ভ্যালস নয়েস। বলেন, যুক্তরাষ্ট্রের বাইরেও অন্যান্য দেশে রোহিঙ্গা পুনর্বাসনের সুযোগ তৈরিতে মার্কিন সরকার কাজ করছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে সাক্ষাৎ করে তিনি এসব কথা বলেন। অন্যদিকে, ড. এ কে আব্দুল মোমেন জানান, যুক্তরাষ্ট্র ছাড়াও বিশ্বের শক্তিশালী কয়েকটি দেশের কাছে রোহিঙ্গাদের পুনর্বাসনের বিষয়টি তুলে ধরা হয়েছে। আগামী ৮ ডিসেম্বর রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রথম ব্যাচ যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে।

রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গত ৩ ডিসেম্বর বাংলাদেশে আসেন মার্কিন সহকারী মন্ত্রী জুলিয়েটা ভ্যালস নয়েস। বাংলাদেশ এসে তিনি রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply