জোটে নয়, জনগণের কাছে যাবে জাতীয় পার্টি: চুন্নু

|

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। ফাইল ছবি।

জাতীয় পার্টি এবার আর কোনো দলের সাথে জোটে যাবে না। জনগণের কাছে যাবে। জনগণকে পাশে নিয়েই নির্বাচনে যাবে, এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বনানীর জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত সংবিধান সংরক্ষণ দিবসের আলোচনায় এসব কথা বলেন তিনি। বলেন, বিএনপি-আওয়ামী লীগের মধ্যে মতের পার্থক্য থাকলেও ক্ষমতায় গেলে দুই দলই এক। বিএনপি যা করে, আওয়ামী লীগও তাই করে। গত ৩২ বছরে এই দুই দলের অত্যাচারে মানুষ অতিষ্ঠ।

জাতীয় পার্টির মধ্যে কোনো বিরোধ নেই জানিয়ে দলের মহাসচিব বলেন, পার্টির চেয়ারম্যানের নেতৃত্বে জাতীয় পার্টি ঐক্যবদ্ধ।
এ সময় নির্বাচন ব্যবস্থার সমালোচনা করে মুজিবুল হক চুন্নু বলেন, বর্তমান নির্বাচন ব্যবস্থায় নিরেপক্ষ নির্বাচন সম্ভব নয়। নির্বাচন ব্যবস্থা পরিবর্তনের মাধ্যমেই নির্বাচনী সহিংসতা বন্ধ করা সম্ভব। এ সময় আইন করে নির্বাচন কমিশনকে ক্ষমতা দেয়ারও দাবি জানান তিনি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply