ইসলামি ব্যাংকগুলোর তারল্য ব্যবস্থাপনায় কেন্দ্রীয় ব্যাংকের নতুন উপকরণ চালু

|

শরিয়াহ ভিত্তিতে পরিচালিত ব্যাংকের তারল্য ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে নতুন উপকরণ চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় ইসলামি ব্যাংকগুলো সরকারের ইস্যু করা বন্ড সুকক কেন্দ্রীয় ব্যাংকে জমা রেখে নগদ অর্থ নিতে পারবে।

এ সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ ব্যাংক গতকাল সোমবার (৫ ডিসেম্বর) সার্কুলার জারি করেছে।

এর ফলে, কোনো ব্যাংক তারল্য সংকটে পড়লে জরুরি প্রয়োজনে এর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক থেকে নগদ টাকা নিতে পারবে। সম্প্রতি নানা গুজবের কারণে শরিয়াহ ভিত্তিতে পরিচালিত ব্যাংকগুলো থেকে গ্রাহকদের অর্থ তোলার পরিমাণ বেড়েছে। এতে ব্যাংকগুলোর চাহিদা অনুযায়ী তারল্যের জোগান বাড়াতেই কেন্দ্রীয় ব্যাংক এ উদ্যোগ নিয়েছে।

উল্লেখ্য, ইসলামি ব্যাংকগুলো জরুরি প্রয়োজনে কলমানি মার্কেট থেকে ঋণ নিতে পারে না। কারণ, এখানে সুদ দিতে হয়। এছাড়া সুদের কারণে তারা কেন্দ্রীয় ব্যাংক থেকে রেপো সুবিধাও নিতে পারে না। সাধারণ ব্যাংকগুলো এটি করতে পারে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply