স্পেন বাধা পার হতে পারবে কি মরক্কো?

|

আজ অগ্নিপরীক্ষায় নামছে মরক্কো। কোয়ার্টার ফাইনালে উঠার ম্যাচে তাদের প্রতিপক্ষ স্পেন। নিজেদের ফুটবল ইতিহাসে দ্বিতীয়বারের মতো নকআউট পর্বে উঠাটা স্মরণীয় করে রাখার লক্ষ্য মরক্কোর।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) কাতারের অ্যাডুকেশন সিটি স্টেডিয়ামে শেষ আটে যাওয়ার লড়াইয়ে রাত ৯টায় শক্তিশালী স্পেনের মুখোমুখি হবে তারা।

ওয়ালিদ রেগরাগুইয়ের কোচিংয়ে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে অপরাজিত মরক্কো। এবারের আসরে গ্রুপ পর্বের শেষ রাউন্ডে কানাডার বিপক্ষে কেবলমাত্র একটি গোল হজম করেছে তারা। স্পেনও আছে দারুণ ফর্মে।

এখন পর্যন্ত একবার বিশ্বকাপ জয় ছাড়াও আরও অনেক অর্জন আছে তাদের ঝুলিতে। সব মিলিয়ে ১৬তম বিশ্বকাপে খেলছে সাবেক চ্যাম্পিয়নরা। এখন পর্যন্ত পরস্পরের বিপক্ষে দল দুটি খেলেছে তিনটি ম্যাচ। যেখানে দুটিতে জয় স্পেনের আরেকটি ড্র।

বিশ্বকাপে টানা দ্বিতীয়বারের মতো দেখা হতে যাচ্ছে স্পেন ও মরক্কোর। ২০১৮ সালে রাশিয়া আসরে গ্রুপ পর্বে দুই দলের লড়াই ড্র হয়েছিলে ২-২ গোলে। এবারের লড়াইটা নকআউটে, তাই বিকল্প ভাবনার সুযোগ নেই।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply