বাংলাদেশ কৃষি প্রধান দেশ, তাই কৃষি জমি রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী

|

কৃষি প্রধান দেশ বাংলাদেশ, তাই কৃষি জমি রক্ষা করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে বাংলাদেশ স্পেশাল ইকোনোমিক জোনের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি শিল্প কারখানা গড়ে তুলতে হবে।

তিনি বলেন, জাপান বাংলাদেশেকে অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে সাহায্য করেছে। মেট্রোরেল, বিমানবন্দর ও মহেশখালীর ডিপ সি পোর্টসহ গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণ করে দিচ্ছে। ৫০ বছর ধরে জাপান বাংলাদেশের পাশে আছে বলেও জানান শেখ হাসিনা।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ- বেজা ও জাপানের সুমিতোমো করপোরেশনের যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জের আড়াইহাজারে গড়ে উঠেছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল। বিনিয়োগকারীদের জন্য প্রস্তুত জাপানিজ ইকোনোমিক জোন নামে পরিচিত এই অর্থনৈতিক অঞ্চল।

ইতোমধ্যে জাপানের স্বনামধন্য বেশ কয়েকটি শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান এখানে বিনিয়োগ করেছে। আশা করা হচ্ছে পর্যায়ক্রমে ১ দশমিক ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ হবে বিশেষ এই অর্থনৈতিক অঞ্চলে। কর্মসংস্থান হবে এক লাখ মানুষের।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply