সাম্বা নাচলেন তিতে

|

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে গোল উদযাপনের জন্য ১০টি নাচ তৈরী করেছিলেন নেইমার-ভিনিসিয়াস-রিচার্লিসনরা। প্রথম দুই ম্যাচে সেই উপলক্ষ্য পেলেও তা ছিলো মাত্র ৩ বার। কিন্তু দক্ষিণ কোরিয়ার সাথে রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে আগের সব আক্ষেপ ঘুচিয়ে দিতেই যেনো মাঠে নেমেছিলো সেলেসাওরা।

ভিনিসিয়াস জুনিয়রের গোলের পর দেখা যায় ঐতিহ্যবাহী সাম্বা নাচের ঝলক। এরপর নেইমারের পেনাল্টি গোলের পর আবারও সাম্বার ছন্দে ব্রাজিল।

তবে ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ ছিলো তিতের নাচ। সেলেসাও মাস্টার মাইন্ডের মন জুড়ানো এক গোল করে বসেন রিচার্লিসন। তাই তো গোল উদযাপনে সকলের সাথে যোগ দিতে ভুল করেন নি তিতে।

এরপর প্রথমার্ধে পাকুয়েতার গোলের পর আরেক নাচে মেতে ওঠেন দলের সবাই। প্রথমার্ধে আরও ৩ বার গোলের কাছে গিয়েও সফল হয়নি হেক্সা মিশনে থাকা ভিনিসিয়াস-রিচার্লিসনরা।

দ্বিতীয়ার্ধে নিজেদের আক্রমনের ধার কমিয়ে আনে সেলেসাওরা। শেষ পর্যন্ত আর কোন গোল না হওয়ায় চার ধরনের সাম্বা নাচ দিয়ে শেষ আটে জায়গা করে নেয় ব্রাজিল।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply