নানা কর্মসূচিতে সারাদেশে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

|

শোভাযাত্রাসহ নানা কর্মসূচির মধ্যে দিয়ে দেশের বিভিন্ন স্থানে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।

সকালে লালমনিরহাটে শিল্পকলা একাডেমি চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শেষ হয়। জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভায় অংশ নেয় অতিথিরা। এসময় বক্তারা, জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা কার্যালয়ের মাঠ কর্মীদের আরও সক্রিয় হওয়ার তাগিদ দেন।

নাটোরের মাদ্রাসা মোড় থেকে শোভযাত্রা বের হয় বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসন কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভায় যোগ দেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলামসহ আরও অনেকে। বিশ্ব জনসংখ্যা দিবসে নানা কর্মসূচি পালিত হয়েছে ঝিনাইদহ, মেহেরপুর ও নেত্রকোণায়।

দিবসটির এবারের প্রতিপাদ্য পরিকল্পিত পরিবার, সুরক্ষিত মানবাধিকার।

‘পরিকল্পিত পরিবার সুরক্ষিত মানবাধিকার’- এই প্রতিপাদ্য নিয়ে বান্দরবান ও খাগড়াছড়িতেও বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply