আবারও বেড়েছে এলপি গ্যাসের দাম

|

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বেড়েছে। বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজির খুচরা মূল্য ৪৬ টাকা বাড়িয়ে ১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (৪ ডিসেম্বর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এলপি গ্যাসের নতুন এ দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মোহাম্মদ জলিল। ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম নভেম্বরে ছিল ১ হাজার ২৫১ টাকা। এলপিজির দাম বাড়ানোর কারণ হিসেবে ডলারের মূল্যবৃদ্ধি অন্যতম বলে উল্লেখ করেন বিইআরসি চেয়ারম্যান।

জ্বালানির মূল্য বৃদ্ধিতে সরকারের নতুন অধ্যাদেশ নিয়ে বিইআরসি চেয়ারম্যানের মন্তব্য নেই। বলেন, একই সাথে দুই পদ্ধতি চলতে পারে না। সরকার জ্বালানির দর ঠিক করলে নতুন করে তা আর পুনঃনির্ধারণ করবে না। সরকারের সাথে আলোচনা করে পরবর্তী করনীয় ঠিক করা হবে বলে জানান তিনি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply