আজ থেকেই সারাদেশে বাড়ছে স্বর্ণের দাম

|

ছবি: সংগৃহীত।

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন এই দাম সারাদেশে কার্যকর হবে রোববার (৪ ডিসেম্বর) থেকে, এমনটিই জানিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি-বাজুস।

এর আগে শনিবার (৩ ডিসেম্বর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের মূল্যবৃদ্ধির বিষয়টি জানানো হয়। সেখানে বলা হয়, নতুন দর অনুযায়ী ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ৩৩ টাকা বাড়িয়ে ৮৭ হাজার ২৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯১৬ টাকা বাড়িয়ে ৮৩ হাজার ২৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এখন থেকে ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৭১ হাজার ৩৮৪ টাকায় বিক্রি হবে। এ মানের স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ২ হাজার ৪৫০ টাকা। এছাড়া সনাতনী স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৭৯৯ টাকা বাড়িয়ে ৫৯ হাজার ৪৮৬ টাকা নির্ধারণ করেছে বাজুস। তবে রূপার দামে কোনো পরিবর্তন আসেনি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply