‘সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যানের বাইরে গ্রহণযোগ্য প্রস্তাব পেলে ভেবে দেখবে বিএনপি’

|

১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যানের বাইরে গ্রহণযোগ্য বিকল্প প্রস্তাব পেলে বিএনপি আলোচনা সাপেক্ষে ভেবে দেখবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসার সামনে চেকপোস্ট বসানো নিপীড়নের আরেক মাত্রা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ঢাকার সমাবেশ শান্তিপূর্ণ হবে। তবে সমাবেশে নাশকতা হলে এর দায়িত্ব সরকারকে নিতে হবে। সরকার সুদূরপ্রসারী অশুভ মাস্টারপ্ল্যানে হাঁটছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল আরও বলেন, বিএনপির সমাবেশকে ঘিরে পুলিশের অভিযান চলছে। আর জঙ্গিদের কথা বলে সরকার জঙ্গি তৈরি করতে চায়। ঢাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করছে সরকার। একইসাথে নাশকতা ও জঙ্গিবাদ করছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply