সাকিবের বোলিং ঘূর্ণিতে কোণঠাসা ভারত

|

সাকিবের বোলিং ঘূর্ণিতে কোণঠাসা হয়ে পড়েছে ভারত। ওয়াশিংটন সুন্দরকে ফিরিয়ে ভারতের লড়াকু জুটি ভাঙেন সাকিব আল হাসান। ৭ ওভার বল করে ইতোমধ্যেই ৫ উইকেট তুলে নিয়েছেন সাকিব।

৯২ রানেই ৪ উইকেট হারানো ভারতকে টেনে তুলছিলেন লোকেশ রাহুল আর সুন্দর। ৭৫ বলে তারা ৬০ রান যোগ করেন দলের জন্য। অবশেষে এই জুটিটি সাকিব ভেঙেছেন সুন্দরকে সাজঘরে ফিরিয়ে। রিভার্স সুইপ করতে গিয়ে পয়েন্টে এবাদতের ক্যাচ হন ১৯ রান করা সুন্দর।

পরের ওভারে এবাদত নিজেই আঘাত হানেন। এবার তাকে সাহায্য করেন সাকিব। শাহবাজের একদম নিচু হয়ে যাওয়া ক্যাচ দারুণ দক্ষতায় তালুবন্দি করেন সাকিব। শাহবাজ রানের খাতা খোলার আগেই আউট হয়ে যান। তার পরের ওভারে সাকিব বোল্ড করে ফেরান ২ রান করা শার্দুল ঠাকুরকে। এরপর কোনো রান করেই সাকিবের এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন দীপক চাহার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৭.৩ ওভার শেষে ভারতের সংগ্রহ ৮ উইকেটে ১৬৭ রান। ফিফটি তুলে ৬৩ রানে অপরাজিত আছেন লোকেশ রাহুল।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অধিনায়ক লিটন দাস। বোলিং উদ্বোধন করেন মোস্তাফিজুর রহমান। প্রথম ওভারে দেন মাত্র ১ রান।

ষষ্ঠ ওভারের ২য় বলে মেহেদি মিরাজকে রিভার্স সুইপ খেলতে গিয়ে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন শেখর ধাওয়ান। এরপরই নিজের প্রথম ওভারে জোড়া আঘাত হানেন সাকিব আল হাসান। ওভারের ২য় বলে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে বোল্ড করেন সাকিব। ২৭ রানে কাটা পড়েন হিট ম্যান। ৪র্থ বলে ভিরাট কোহলির অবিশ্বাস্য ক্যাচ লুফে নেন লিটন দাস। ২৪ রানে এবাদতের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন শ্রেয়াস আইয়ার। রিভার্স সুইপ করতে গিয়ে সাকিবের তৃতীয় শিকার হন ওয়াশিংটন সুন্দর।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply