এল সালভাদরে অভিযান; শহর ঘেরাও করে চলছে ঘরে-ঘরে তল্লাশি

|

সন্ত্রাসবাদ দমনে ব্যাপক ধরপাকড় অভিযান শুরু হলো মধ্য আমেরিকার দেশ এল সালভাদরে। শনিবার (৩ ডিসেম্বর) প্রেসিডেন্টের নির্দেশে রাস্তায় নামেন নিরাপত্তা বাহিনীর ১০ হাজার সদস্য। খবর রয়টার্সের।

রাজধানীর কাছেই সোয়াপাংগো শহর ঘেরাও করেছে নিরাপত্তা বাহিনী। প্রবেশ এবং বের হওয়ার সব রাস্তায় বসানো হয়েছে তল্লাশি চৌকি। ঘরে-ঘরে চালানো হচ্ছে চিরুনি অভিযান। চলাচলের সময় খতিয়ে দেখা হচ্ছে প্রত্যেকের পরিচয় পত্র।

চলতি বছর গ্যাং কালচারের বিরুদ্ধে দেশটিতে শুরু হওয়া অভিযানের অংশ হিসেবেই সাম্প্রতিক এই ধরপাকড়। প্রায় ৩ লাখ বাসিন্দার শহরটিকে সন্ত্রাসবাদের মূলকেন্দ্র হিসেবে মানা হয়। গেলো ২৬ মার্চ একদিনে ৬২টি হত্যাকাণ্ড দেখে এল সালভাদর। এরপরই জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট। যার আওতায় ৫৮ হাজারের বেশি মানুষকে কারাবন্দী করা হয়েছে।

মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, বিপুল সংখ্যক মানুষ গ্যাংয়ের সদস্য নয়; কয়েদিদের মধ্যে রয়েছে নিরপরাধ অনেকে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply