তীব্র বায়ু দূষণের কবলে ভারত-পাকিস্তান

|

ভয়াবহ বায়ু দূষণের কবলে ভারত ও পাকিস্তানের বেশ কিছু অঞ্চল। রোববার (৪ ডিসেম্বর) ভারতের রাজধানী দিল্লির দূষণকে ‘চরম’ ক্যাটাগরি হিসেবে আখ্যা দিয়েছে শহর প্রশাসন। খবর রয়টার্সের।

দিল্লির বাতাসের গুণাগুণ পরীক্ষার মানদণ্ড AQI পৌঁছেছে ৪০০ তে। যা বৈশ্বিক নিরাপদ মানদণ্ডের তুলনায় অন্তত ৮ গুণ বেশি। এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে বৃদ্ধ ও শিশুরা। এরই মধ্যে হাসপাতালে বেড়েছে শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা। অতিজরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিচ্ছে কর্তৃপক্ষ। এছাড়াও যানবাহনের জ্বালানি ব্যবহার, নির্মাণকাজ, অতিরিক্ত ধোঁয়া সৃষ্টি করে এমন আগুন জ্বালানোর ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

এদিকে ভয়াবহ বায়ুদূষণের কবলে পাকিস্তানের লাহোরও। সেখানেও বাতাসের গুণাগুণ পরীক্ষার মানদণ্ড AQI দাঁড়িয়েছে ৪০০’র ওপর। প্রতিবছরই এই সময়টাতে ফসলের মাঠ পরিষ্কার করতে আগুন লাগিয়ে দেয় পাঞ্জাবের কৃষকরা। এর জেরে ভয়াবহ মাত্রায় পৌঁছায় দূষণের মাত্রা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply