তরুণদের সংগঠিত করে দেশের উন্নয়নে কাজ করেছেন শেখ মনি: তাপস

|

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। ছবি : সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে শেখ ফজলুল হক মনি মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েন। তিনি ছিলেন তারুণ্যের অহংকার। সবসময় তাদেরকে সংগঠিত করে দেশের উন্নয়নে কাজ করে গেছেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপস।

রোববার (৪ ডিসেম্বর) সকালে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মনির ৮৪তম জন্মদিন উপলক্ষ্যে রাজধানীর বনানী কবরস্থানে ফুল দিতে এসে এসব কথা বলেন তিনি। বলেন, মনি বিদ্যালয়ে পড়া অবস্থায় জাতির পিতার সান্নিধ্য পেয়ে ছিলেন। যার কারণে জাতির পিতার আদর্শ নিয়েই তিনি বেড়ে ওঠেছেন। বঙ্গবন্ধুর নির্দেশে তিনি যুবলীগ গঠন করেন। শেখ ফজলুল হক মনি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও মুজিব বাহিনীর প্রধান হিসেবে কাজ করেন।

এর আগে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বনানী কবরস্থানে দোয়া মাহফিলে অংশ নেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply