শুরুতেই সাজঘরে ভারতের তিন ব্যাটার

|

ছবি : সংগৃহীত

বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়েছে ভারত। ইনিংসের ৬ষ্ঠ ওভারে দলীয় ২৩ রানের মাথায় মেহেদী হাসান মিরাজের শিকারে পরিণত হন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান।

পরে এগারোতম ওভারে বোলিংয়ে এসে তিন বলের মধ্যে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ফেরান সাকিব আল হাসান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতীয়দের সংগ্রহ ১৫ ওভারে তিন উইকেট হারিয়ে ৭১ রান। ১৭ বলে ৭ রান করে সাজঘরে ফেরেন ধাওয়ান। ৩১ বলে ২৬ রান করে সাকিবের বলে বোল্ড হন রোহিত শর্মা। আর লিটন দাসের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরার আগে কোহলি ১৫ বলে ৯ রান করেন। এখন ক্রিজে রয়েছেন কে এল রাহুল ও শ্রেয়াস আইয়ার। তারা যথাক্রমে ১০ ও ৮ রানে অপরাজিত আছেন।

টাইগারদের পক্ষে মোস্তাফিজুর রহমান ২ ওভারে দিয়েছেন ৬ রান। হাসান মাহমুদ ও মেহেদী মিরাজ ৪ ওভার করে বল করে দিয়েছেন যথাক্রমে ২৭ ও ১৪ রান। সাকিব আল হাসান ৩ ওভারে ১৫ রানের বিনিময়ে নিয়েছেন ২ উইকেট। এর আগে টস জিতে বোলিংয়ের সিন্ধান্ত নেয় বাংলাদেশ।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply