নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ঢাবি শিক্ষার্থীদের মানববন্ধন-বিক্ষোভ

|

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগত যানচলাচল নিযন্ত্রণ, শব্দ দূষণ প্রতিরোধসহ ১১ দফা দাবিতে বিক্ষোভ করছে সাধারণ শিক্ষার্থীরা।

রোববার (৪ ডিসেম্বর) সকালে রাজু ভাস্কর্যের পাদদেশে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা বলেন, ক্যাম্পাসে শিক্ষার কোনো পরিবেশ নেই। পুরো ক্যাম্পাস বহিরাগতদের নিয়ন্ত্রণে। যে যেভাবে পারছে গাড়ি চাপা দিয়ে মানুষ মারছে। এটা কোনো বিশ্ববিদ্যালয়ের পরিবেশ হতে পারে।

এ সময় শিক্ষার্থী রুবিনা আক্তার হত্যাকাণ্ডের বিচার দাবি করে ১০ ডিসেম্বরের মধ্যে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply