পশ্চিমাদের বেধে দেয়া তেলের দাম প্রত্যাখ্যান রাশিয়ার

|

ইউক্রেনে হামলার জেরে রাশিয়াকে চাপে ফেলতে জ্বালানি তেলের দাম বেধে দিয়েছে পশ্চিমা দেশগুলো। পশ্চিমাদের এই পদক্ষেপ প্রত্যাখ্যান করে পাল্টা হুমকি দিয়েছে রাশিয়া। খবর আলজাজিরার।

খবরে বলা হয়েছে, ইউক্রেনের পশ্চিমা মিত্র দেশগুলোর সিদ্ধান্ত অনুযায়ী সমুদ্রপথে আমদানি করা রাশিয়ার তেল প্রতি ব্যারেল ৬০ ডলারের বেশি দামে কেনা যাবে না। সোমবার (৫ ডিসেম্বর) থেকে এই দাম কার্যকর হবে। পশ্চিমাদের এই পদক্ষেপ মানবে না বলে ঘোষণা দিয়েছে রাশিয়া। একইসাথে এই পদক্ষেপের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া যায়, তাও পর্যালোচনা করছে তারা।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, পশ্চিমা পদক্ষেপের ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তের আগে রাশিয়া পরিস্থিতি বিশ্লেষণ করবে।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, তেলের দাম বেধে দেয়ার পদক্ষেপে রাশিয়ার আয় কমে যাবে। অচিরেই বড় ধাক্কা খাবেন প্রেসিডেন্ট পুতিন। তবে পদক্ষেপটি ইউক্রেনকে তুষ্ট করতে পারেনি। এটিকে ‘দুর্বল’ পদক্ষেপ বলে অভিহিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। তিনি বলেন, রাশিয়ার অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার জন্য এই পদক্ষেপ যথেষ্ট নয়।

এএআর/এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply