এমবাপ্পের বিরুদ্ধে আজ লেভানদোভস্কির লড়াই

|

দোহারের আল থুমামা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মাঠে নামবে ফ্রান্স ও পোল্যান্ড। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।

কাতারে সবার আগে শেষ ষোলো নিশ্চিত করা দল ফ্রান্স। এবার সামনে কোয়ার্টার ফাইনালে ওঠার পরীক্ষা। যেখানে তাদের প্রতিপক্ষ পোল্যান্ড। পোল্যান্ডের বিপক্ষে সব মিলিয়ে সবশেষ সাত ম্যাচে অপরাজিত আছে ফ্রান্স। যেখানে ৩ জয় ও ৪টিতে ড্র ছিল তাদের। ৩৬ বছর পর বিশ্বকাপে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে পোল্যান্ড।

এখন পর্যন্ত বিশ্বকাপে একবারই সাক্ষাৎ হয়েছে ফ্রান্স ও পোল্যান্ডের। ১৯৮২ আসরের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ৩-২ গোলে জিতেছিল পোলিশরা। দুই দলের সবশেষ দুইটি ম্যাচ ছিল ১৯৯৬ ইউরো বাছাইয়ে। উভয় ম্যাচই ড্র হয়েছিল। ২৬ বছর পর একে অন্যের বিপক্ষে লড়বে এই দুইটি দল।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply